logo

Our Blog

চিকেন গ্রিল মেশিনঃ এইবার নান গ্রীল চিকেন তান্দুরীর ব্যবসা হবে আরামসে

চিকেন গ্রিল মেশিনঃ এইবার নান গ্রীল চিকেন তান্দুরীর ব্যবসা হবে আরামসে

চিকেন গ্রিল আর নান রুটি বা তুন্দল রুটি এই খাবারগুলো আমাদের সংস্কৃতি বা ঐতিহ্যের সাথে মিলে না, তবুও এই খাবারগুলো আমাদের খেতে কার না ভাল লাগে? রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের প্রায় সবারই পছন্দ এই খাবারগুলি। তাছাড়া গ্রিল চিকেনের যে আরো কত রেসিপি রয়েছে তা আর নাই বললাম। সাধারণত বিকেল থেকে শুরু করে রাতে রেস্টুরেন্ট বা দোকান বন্ধ করা পর্যন্ত বিক্রি এবং খাওয়া চলে এই খাবারগুলোর। শহরের পাশাপাশি ইদানিং গ্রামেও অনেকের পছন্দের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে চিকেন গ্রিল। আজকে আলোচনা করব সুস্বাদু গ্রিল চিকেন তৈরি করার মেশিন নিয়ে। চলুন এই মেশিন সম্পর্কে নিস্তারিত জেনে নেওয়া যাক।

  • চিকেন ক্যাপাসিটিঃচিকেন গ্রিল মেশিন এর নির্দিষ্ট কোন ক্যাপাসিটি হয় না। কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোন সাইজের তৈরি করে দেওয়া সম্ভব এই মেশিনটি। সাধারণত এই মেশিনের ক্যাপাসিটি মিনিমাম ১২ চিকেন থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ চিকেন পর্যন্ত হয়ে থাকে। তবে বাজারে মাঝারি ধরণের মেশিনের মেশিন এর চাহিদা একটু বেশি। মাঝারি বলতে এখানে ২০ থেকে ৩০ চিকেন ক্যাপাসিটির মেশিন বুঝানো হয়েছে।
  • ব্যবসায়িক ভাবে ব্যবহারের জন্য তৈরিঃএই চিকেন গ্রিল মেশিনটি সম্পূর্ণ কমার্শিয়াল মেশিন। সহজ কথায় বলতে গেলে এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র রেস্টুরেন্ট বা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য। সুতরাং কমার্শিয়াল গ্রেডের এই মেশিনটি যে কোন রেস্টুরেন্ট বা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের চিকেন গ্রিল তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে।
  • হাই কোয়ালিটি বডি ম্যাটারিয়ালঃ চিকেন গ্রিল মেশিন এর বডিতে ব্যবহার করা হয়েছে ১.০ এমএম নন ম্যাগনেট এসএস ষ্টীল যা এই মেশিনের জন্য খুবই উপযোগী। মেশিনের ভিতরে ব্যবহার করা হয়েছে উন্নতমানের চিকেন স্টিক এবং মেশিনের সাইজ অনুযায়ী ব্যবহার করা হয় বিভিন্ন সাইজের চাইনিজ মোটর এবং মোটর গিয়ার। বার্নার হিসেবে ব্যবহার করা হয়েছে উন্নতমানের বার্নার এবং হিটেড লাইট।
  • অপারেট বাইঃমেশিনটি অপারেট করা হয় এলপিজি গ্যাস এবং বিদ্যুৎ এই ধরণের পাওয়ার ব্যবহার করে। গ্যাস ব্যবহার করা হয় চিকেন পুড়ানোর জন্য এবং বিদ্যুৎ ব্যবহার করা হয় মোটরের মাধ্যমে চিকেন গুলোকে নির্দিষ্ট গতিতে ঘুরানোর জন্য।
  • লো কষ্ট অপারেশনঃচিকেন গ্রিল মেশিন মেশিনের অপারেশন কষ্ট মেশিনের সাইজ অনুযায়ী খুবই কম হয়ে থাকে। সাধারণত ছোট সাইজের গ্রিল মেশিন যদি দিনে ১০ ঘন্টা চালানো হয় তাহলে ১২ কেজির একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে ১৫ থেকে ১৮ দিন চলবে। আর প্রতিদিন ১০ ঘন্টা চালালে মাসে ইলেকট্রিক খরচ হতে পারে আনুমানিক ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। একটি চিকেন গ্রিল মেশিন হিসেবে এই খরচ খুবই কম।
  • পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সহজঃএই মেশিনটি কাজ শেষে পরিষ্কার করা এবং এর রক্ষনাবাক্ষন করা খুবই সহজ। কাজ শেষে এই মেশিনটি অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। প্রথমে যে কোন ভিজা কাপড় দিয়ে মেশিনটির ভিতরে এবং বাহিরে খুব ভাল করে মুছে দিতে হবে এবং পরে ডিটারজেন্ট এর মধ্যে কাপরটি ভিজিয়ে আবার খুব ভাল করে মেশীনটির ভিতরে এবং বাহিরে মুছে দিতে হবে, এভাবেই মেশিনটি পরিষ্কার করা হয়ে থাকে এবং এই মেশিনের এর বেশি রক্ষণাবেক্ষণ করার দরকার হয় না।
  • ওয়ারেন্টিঃ চিকেন গ্রিল মেশিন এর সাথে আমরা ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, এই সময়ের মধ্যে মেশিনটির কোন ধরণের সমস্যা হলে অথবা এটি ঠিকমত কাজ না করলে আমাদের সার্ভিসের নাম্বারে বা হট লাইনে কল দিয়ে বিষয়টি জানালে আমরা মেশিনটি ফ্রি সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা করে দিব। এই সময়ের পরে যদি মেশিনটিতে কোন সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিস করে আমাদের সার্ভিস চার্ট অনুযায়ী আমরা সার্ভিস বিল নিয়ে থাকি।

 

প্রোডাক্ট এর সকল প্রকার স্পেসেফিকেশন

ক্যাপাসিটিঃ ১২ থেকে ৫০ চিকেন

অপারেট বাইঃ গ্যাস এবং ইলেকট্রিক

লাইটঃ হিটেড লাইট

মোটরঃ হাই কোয়ালিটি

বডি ম্যাটারিয়ালঃ ১.০ এমএম নন ম্যাগনেট এসএস শীট

এক ঝলকে প্রোডাক্ট ভিডিও দেখে নিন


চলুন জেনে নেই চিকেন গ্রিল মেশিন  সম্পর্কে প্রচলিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন কি?

উত্তরঃ যে মেশিনের মাধ্যমে বানিজ্যিক ভাবে চিকেন পুড়ে রান্না করা হয় বা চিকেন গ্রিল তৈরি করা হয় তাকে চিকেন গ্রিল মেশিন বলা হয়। এই মেশিন সাধারণত রেস্টুরেন্ট বা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন দিয়ে কিভাবে চিকেন পুড়তে বা রান্না করতে হয়?

উত্তরঃ প্রথমে চিকেন স্টিকের ভিতরে চিকেন গুলোকে ফিক্সট করে দিতে হয়। সবগুলো স্টিকে চিকেন ভরা হয়ে গেলে স্টিকগুলো মেশিনের ভিতরে সেট করে দিয়ে গ্যাস চালু করে ফায়ার করে দিলেই সবগুলো বার্নারে আগুন জ্বলে যাবে এবং মাংস পুড়া শুরু হবে। তারপর ইলেকট্রিক মোটরের সুইচ অন করে দিলেই স্টিকে ভরা চিকেনগুলো ঘুরতে শুরু করবে এবং চারপাশে সমান ভাবে আস্তে আস্তে পুড়তে থাকবে এবং চারদিকে সমান ভাবে রান্না হবে। এভাবেই চিকেন গ্রিল মেশিন ব্যবহার করে চিকেন পড়তে বা রান্না করতে হত।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন এর ক্যাপাসিটি কত বিস্তারিত জানতে চাই?

উত্তরঃ চিকেন গ্রিল মেশিন পুরোপুরি কাস্টমাইজিড একটি মেশিন। কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোন ক্যাপাসিটির করে তৈরি করা সম্ভব এই মেশিন। সাধারণত এই ছোট সাইজের মেশিনের ক্যাপাসিটি ১২ চিকেন থেকে শুরু হয় এবং বড় সাইজের মেশিনের ক্যাপাসিটি সর্বোচ্চ ৫০ চিকেন পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে ১৫ চিকেন, ৫০ চিকেন, ২৫ চিকেন, ৩০ চিকেন, ৪০ চিকেন সহ যে কোন ক্যাপাসিটির মেশিনে আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছে পাবেন।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন কেনো ব্যবহার করা হয়?

উত্তরঃ চিকেনকে গ্রিল করে বা পুড়ে রান্না করার জন্য চিকেন গ্রিল মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি বানিজ্যিকভাবে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ কোন কোন জায়গার জন্য চিকেন গ্রিল মেশিন ব্যবহার করা উচিৎ?

উত্তরঃ যে কোন রেস্টুরেন্ট, খাবার দোকান, ফুড কোর্ট, কেন্টিন, হোটেল এবং খাবার সরবরাহকারী যে কোন প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন চিকেন গ্রিল মেশিন। যা আপনার রেস্টুরেন্টে চিকেন গ্রিল মেকার মেশিনটি ব্যবহার করে আপনার রেস্টুরেন্টের বিক্রি এবং খাবারের আইটেম বাড়িয়ে নিতে পারেন।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন এর লাইফটাইম কেমন মানে কত বছর সার্ভিস দিতে সক্ষম?

উত্তরঃ যে কোন প্রোডাক্ট কত বছর ব্যবহার করা যাবে তা অনেকটাই নির্ভর করে এর সঠিক ব্যবহারের উপর। আমাদের অভিজ্ঞতা এবং প্রোডাক্টের গুণগত মানের বিবেচনায় বলতে গেলে, আশাকরা যায় এই চিকেন গ্রিল মেশিনটি মিনিমাম ১৫ বছর থেকে ২৫ বছর ব্যবহার করতে পাড়বেন কোন রকম সমস্যা ছাড়াই ইনশা-আল্লাহ।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল কি পরিমান আসতে পারে জানাবেন কি?

উত্তরঃ এই মেশিন চালালে প্রতিমাসে আনুমানিক ১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আস্তে পারে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন মেশিন চালু করার পর থেকে চিকেন খাওয়ার উপযুক্ত হতে কতক্ষণ সময় নেয়?

উত্তরঃ চিকেন গ্রিল মেশিন চালু করার পর থেকে শুরু করে চিকেন খাওয়ার উপযুক্ত হতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় নেয়। এটা আসলে নির্ভর করে মেশিনের ব্যবহারকারীর উপর, ব্যবহারকারী চাইলে চিকেনের ধরণ অনুযায়ী এই সময় ৫ মিনিট প্লাস বা মাইনাস করতে পারে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ বিদ্যুৎ না থাকলে চিকেন গ্রিল মেশিন কিভাবে ব্যবহার করবো?

উত্তরঃ চিকেন গ্রিল মেশিন চালাতে বিদ্যুতের পাশাপাশি গ্যাস এর প্রয়োজন হয়ে থাকে। বিদ্যুৎ না থাকলে এই মেশিন যে কোন পাওয়ার সিস্টেম দিয়ে চালানো যায়।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিনে তৈরি করা গ্রিল চিকেন খেতে কেমন স্বাদের হয়?

উত্তরঃ চিকেন খেতে কেমন স্বাদের হবে এটা নির্ভর করবে চিকেনের ধরণ, চিকেনে ব্যবহার করা মশলা, ম্যানিনেট করার প্রক্রিয়া, খুব ভাল করে গ্রিল করা এবং গ্রিল করার সময় কিছু ট্রিক্সের উপর। আমরা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে যে ধরণের গ্রিল চিকেন খেয়ে থাকি তার প্রায় সকল চিকেনের স্বাদ প্রায় একই হয়ে থাকে এবং সবই এই ধরণের চিকেন গ্রিল মেশিন দিয়েই তৈরি করা হয়ে থাকে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ একটি চিকেন গ্রিল মেশিন ব্যবহার করে ঘন্টায় সর্বোচ্চ কতগুলো চিকেন গ্রিল করা সম্ভব?

উত্তরঃ এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে চিকেন গ্রিল মেশিন এর সাইজের উপর। আনুমানিক ভাবে বলতে গেলে ৩০ টি চিকেন ক্যাপাসিটির একটি মেশিন দিয়ে ঘন্টায় প্রায় ৮০ থেকে ১০০ টি ফুল চিকেন গ্রিল করা সম্ভব।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ কোন কোন দেশ চিকেন গ্রিল মেশিন বানায়?

উত্তরঃ বাংলদেশ সহ গ্রিল চিকেন মেশিন চায়না সহ বিশ্বের প্রায় সকল দেশেই তৈরি করা হয়। তবে আমাদের দেশে সাধারণত অন্যান্য দেশের তৈরি চিকেন গ্রিল মেশিন কম ব্যবহার করা হয়।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ আমাদের দেশে তৈরি করা চিকেন গ্রিল মেশিন এর কোয়ালিটি কেমন?

উত্তরঃ আমাদের দেশে তৈরি করা চিকেন গ্রিল মেশিন এর কোয়ালিটি অনেক ভাল। আমরা আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশেই বিশ্বমানের চিকেন গ্রিল মেশিন তৈরি করে থাকি। এই জন্যই আমাদের দেশের চাহিদার প্রায় ৯০ থেকে ৯৫ পারসেন্ট মেশিন আমাদের দেশেই তৈরি করা হয়।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন এর দাম কেমন?

উত্তরঃ যেহেতু বিভিন্ন জায়গার কাঁচামালের উপর প্রোডাক্ট বানানো নির্ভর করে সেহেতু বর্তমান দাম জানতে নিচের দেওয়া মোবাইল নাম্বারে দয়া করে আমাদেরকে কল করুন।

আমাদের প্রতিনিধিগণ আপনাকে লেটেস্ট প্রাইস দিয়ে দিবে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ ঢাকা এবংঢাকার বাইরে চিকেন গ্রিল মেশিন কিভাবে পাবো?

উত্তরঃ আপনার লোকেশন যদি ঢাকা হয়ে থাকে তবে আপনি সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন। অফিসে এসে চিকেন গ্রিল মেশিন সামনাসামনি দেখে, প্রোডাক্ট চেক করে সব কিছু ঠিক থাকলে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি ঢাকার বাহিরে অবস্থান করেন এবং আমাদের অফিসে আসা যদি আপনার সম্ভব না হয় তাহলে, আপনি চাইলে কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টের মাধ্যমেও আমাদের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানার সাথে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে। এ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পর আমরা চিকেন গ্রিল মেশিন কুরিয়ারেবুকিং করে দিব, তার পরবর্তী ১-২ দিনের মধ্যে আপনি কুরিয়ারে মাল পেয়ে যাবেন।কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিলে কুরিয়ারের সকল চার্জ কাস্টমারকে বহন করতে হবে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ চিকেন গ্রিল মেশিন কেনার জন্য পেমেন্টের সিস্টেম কি?

উত্তরঃ আমাদের অফিসে এসে প্রোডাক্ট কিনে নিয়ে গেলে প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে। আর যদি কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টে প্রোডাক্ট ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা মাল ডেলিভারি নেওয়ার সময় কুরিয়ার পেমেন্ট করতে হবে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ কুরিয়ার খরচ আনুমানিক কেমন হবে?

উত্তরঃ এটা নির্ভর করে প্রোডাক্টের সাইজের উপর, মানে কার্টোন যত বড় হবে তার উপর নির্ভর করবে কুরিয়ারের চার্জ কত হবে। সাধারনত প্রোডাক্টের সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত কুরিয়ার খরচ হতে পারে। আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এস এ পরিবহনে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ বিক্রির পর সাপোর্ট পাবো কিভাবে?

উত্তরঃ আমাদের সার্ভিস বা সাপোর্টের নাম্বারে কল দিয়ে চিকেন গ্রিল মেশিন সমস্যার কথা জানালেই আমরা আপনাকে সাপোর্ট দিব।আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এই সময়ের মধ্যে প্রোডাক্টের যে কোন ধরণের সমস্যা হলে আমরা বিনা মূল্যে সার্ভিস করে দিব এবং এর পরে হলে সার্ভিস চার্জ দিতে হবে। প্রোডাক্ট সার্ভিস করতে যদি কোন পার্টস প্রয়োজন হয় তাহলে, কাস্টমার তার মূল্যে পরিশোধ করবে।

-----------------------------------------------------------------------------------

প্রশ্নঃ ঢাকায় বা বাংলাদেশে চিকেন গ্রিল মেশিন কে বা কারা বিক্রি করে? কিভাবে তাদের সাথে চিকেন গ্রিল মেশিন  কেনার জন্য যোগাযোগ করতে পারি? কোন প্রোডাক্ট লিঙ্ক দিতে পারবেন কি?

উত্তরঃ চিকেন গ্রিল মেশিন নবারুন ইন্টারন্যাশনাল বিক্রি করে থাকে।


Mr. Minar
+8801711998626
Whatsapp
nobarunbd@gmail.com

H#199 (1st Floor), R#01 New DOHS Mohakhali Dhaka-1206, Bangladesh

Categories

সুপারশপের র‍্যাক

কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট

রেস্টুরেন্ট ইকুইপমেন্ট

কার পার্কিং ম্যানেজমেন্ট

ডিজিটাল গেট সিস্টেম

মেটাল ডিটেকটর সিস্টেম

রোড সেফটি প্রোডাক্টস

সুপারশপ ফ্রিজ

সুপারশপ ইকুইপমেন্ট

স্পেশাল প্রোডাক্টস

স্লটারহাউজ ইকুইপমেন্ট

কোল্ড স্টোরেজ সমাধান