যেখানে সাধারণত কিচেন বা রান্নাঘর দিনের বেশীরভাগ সময়ে চালু রাখা লাগে যেমন রেস্টুরেন্ট, পারটি সেন্টার, ক্যান্টিন, অনেক লোকের খাবার রান্না করা হয় প্রতিদিন এমন সব জায়গাগুলোতে অনেক বেশী গরম হয়ে থাকে। আবার মাঝে মাঝে তেল চিটচিটে ভাবের জণ্য রান্নাঘরের পরিবেশ একেবারেই নস্ট হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য সবাই কমার্শিয়াল কিচেন হুড ব্যবহার করে। অনেকের অনেক রকম সমস্যা সমাধানের জন্য একেকজনের সাইজ ও সমাধান বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমরা জেনে নিবো এই কমার্শিয়াল কিচেন হুড সম্পর্কে, চলুন শুরু করা যাক।
· বডি | · ১.০ এম এম নন ম্যাগনেট শিট |
· ফ্যান | · প্রতি ৫ ফিটে ১ টি |
· পাওয়ার সাপ্লাই | · ২২০ ভোল্ট |
· ক্লিনিং অপশন | · হ্যাঁ |
· ওয়াট | · ১০০+ |
· লাইট | · হ্যাঁ |
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড এমন একটি বস্তু যা রান্নাঘরে চুলার উপর ব্যবহার করা হয় রান্নাঘরের তাপমাত্রা স্বাভাবিক করা সহ বিভিন্ন কাজ করার জন্য। সকল রেস্টুরেন্ট এবং বড় কিচেনে অবশ্যই কমার্শিয়াল কিচেন হুড ব্যবহার করা হয়ে থাকে। অনেকে বাসাবাড়িতেও এই ধরণের কিচেন হুড ব্যবহার করে থাকেন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুডের সাহায্যে ধোয়া, তাপমাত্রা এবং রান্নার বাস্পকে বাহিরে বের করে অনেক দূরে বের করে দেওয়ার জন্য যে চারকোনা পাইপের মত যে বস্তু ব্যবহার করা হয় তাকে ডাকটিং বলা হয়। সকল কিচেন হুডে এই ডাকটিং প্রয়োজন হয় না। কিচেন থেকে ধোয়া, তাপমাত্রা এবং রান্নার বাস্পকে অনেক দূরে বের করে দেওয়ার জন্য ডাকটিং ব্যবহার করা হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ বিশ্ব আধুনিক হওয়ার সাথে সাথে রান্নাঘরও অনেক হয়েছে। রান্না করার সময় রান্না ঘর থেকে সকল প্রকার ধোঁয়া, রান্নার বাষ্প এবং চুলার গরম তাপমাত্রা কিচেনের বাহিরে বের করার জন্য এই কিচেন হুড ব্যবহার করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড ব্যবহারে রান্নাঘরের তাপমাত্রা অন্যন্য ঘরের মতই খুবই স্বাভাবিক থাকে। কিচেন হুড ব্যবহার না করলে হয়ত তাপমাত্রা স্বাভাবিক ঘরের চেয়ে ৩ থেকে ১০ গুন বেশি থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায়, যেমন রান্নাঘরে কোন ধোঁয়া থাকে না, রান্নাঘরের তাপমাত্রা থাকে স্বাভাবিক, রান্নাঘরে কোন রান্নার বাষ্প থাকে না, চুলা থেকে বের হওয়া গরম থাকে না ইত্যাদি।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ জ্বি। কমার্শিয়াল কিচেন হুড ব্যবহারে রান্নাঘর থেকে সমস্ত ধোয়া বাহিরে বের করা সম্ভব।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কিচেন হুডে ব্যবহার করা ফ্যানের মাধ্যমে রান্নাঘর থেকে সমস্ত বাতাস টেনে নিয়ে রান্নাঘর থেকে ধোঁয়া, গ্যাস এবং তাপমাত্রা বের করা হয়। এটিতে এয়ার সাকশন পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ রান্না করার সময় রান্নাকৃত খাবার ঠিকমত দেখার জন্য কমার্শিয়াল কিচেন হুডে হিট প্রুফ লাইট ব্যবহার করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ খুবই কম। কমার্শিয়াল কিচেন হুড ১০ ঘন্টা চালালে আনুমানিক ২০ টাকা থেকে ৩০ টাকা বিদ্যুৎ বিল আসতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কারেন্ট চলে গেলে অন্যান্য যত প্রকার পাওয়ার সিস্টেম আছে সকল পাওয়ার সিস্টেমেই এই কমার্শিয়াল কিচেন হুড চালানো সম্ভব। যেমনঃ জেনারেটর, সোলার, আইপিএস ইত্যাদি।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড সকল প্রকার রেস্টুরেন্ট, ক্যাটারিং সার্ভিস, কেন্টিন, ফুড কোর্ট, বাসাবাড়ির রান্নাঘর, হোস্টেলের রান্নাঘর, ফাস্টফুড সহ সকল প্রকার খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড চুলার ঠিক উপরে ইনস্টল করা হয়। এটা সাধারণত ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে এসে চুলার সাইডের দেয়াল ড্রিল করে তাতে লাগিয়ে দেওয়া হয় বা সিলিং ড্রিল করে সিলিং থেকে ঝুলিয়া দেওয়া হয়। কোন পদ্ধতিতে ইনস্টল করতে হবে তা নির্ভর করে যেখানে ইনস্টল করা হবে সেই জায়গার উপর।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ একদম না। কারন ডাকটিং এর উপরে একটি ঢাকনা দেওয়া থাকে যেন বৃষ্টির পানি ডাকটিং এর ভিতরে ঢুকতে না পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ জ্বি ব্যবহার করা যাবে। যে কোন চুলার সাইজ অনুযায়িই কমার্শিয়াল কিচেন হুড তৈরি করা যায়। এটি হতে পারে বাসার ছোট সাইজের চুলা হতে পারে দশ হাজার লোকের রান্না করা হয় এমন চুলা।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কিচেনের সাইজ এবং চুলার সাইজ অনুযায়ী কমার্শিয়াল কিচেন হুড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে পরে, ইনস্টল করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ যেহেতু বিভিন্ন জায়গার কাঁচামালের উপর কমার্শিয়াল কিচেন হুড বানানো নির্ভর করে সেহেতু বর্তমান দাম জানতে নিচের দেওয়া মোবাইল নাম্বারে দয়া করে আমাদেরকে কল করুন।
আমাদের প্রতিনিধিগণ আপনাকে লেটেস্ট প্রাইস দিয়ে দিবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আপনার লোকেশন যদি ঢাকা হয়ে থাকে তবে আপনি সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন। অফিসে এসে কমার্শিয়াল কিচেন হুড সামনাসামনি দেখে, কমার্শিয়াল কিচেন হুড চেক করে সব কিছু ঠিক থাকলে ক্যাশ টাকা দিয়ে কমার্শিয়াল কিচেন হুড কিনে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি ঢাকার বাহিরে অবস্থান করেন এবং আমাদের অফিসে আসা যদি আপনার সম্ভব না হয় তাহলে, আপনি চাইলে কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টের মাধ্যমেও আমাদের কমার্শিয়াল কিচেন হুড ডেলিভারি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানার সাথে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে। এ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পর আমরা কমার্শিয়াল কিচেন হুড কুরিয়ারে বুকিং করে দিব, তার পরবর্তী ১-২ দিনের মধ্যে আপনি কুরিয়ারে মাল পেয়ে যাবেন। কুরিয়ারের মাধ্যমে কমার্শিয়াল কিচেন হুড ডেলিভারি নিলে কুরিয়ারের সকল চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের অফিসে এসে কমার্শিয়াল কিচেন হুড কিনে নিয়ে গেলে প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে। আর যদি কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টে কমার্শিয়াল কিচেন হুড ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা মাল ডেলিভারি নেওয়ার সময় কুরিয়ার পেমেন্ট করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এটা নির্ভর করে প্রোডাক্টের সাইজের উপর, মানে কার্টোন যত বড় হবে তার উপর নির্ভর করবে কুরিয়ারের চার্জ কত হবে। সাধারনত প্রোডাক্টের সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত কুরিয়ার খরচ হতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের সার্ভিস বা সাপোর্টের নাম্বারে কল দিয়ে আপনার প্রোডাক্টের সমস্যার কথা জানালেই আমরা আপনাকে সাপোর্ট দিব। আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এই সময়ের মধ্যে প্রোডাক্টের যে কোন ধরণের সমস্যা হলে আমরা বিনা মূল্যে সার্ভিস করে দিব এবং এর পরে হলে সার্ভিস চার্জ দিতে হবে। কমার্শিয়াল কিচেন হুড সার্ভিস করতে যদি কোন পার্টস প্রয়োজন হয় তাহলে, কাস্টমার তার মূল্যে পরিশোধ করবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ কমার্শিয়াল কিচেন হুড নবারুন ইন্টারন্যাশনাল বিক্রি করে থাকে।
H#199 (1st Floor), R#01 New DOHS Mohakhali Dhaka-1206, Bangladesh
সুপারশপের র্যাক
কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট
রেস্টুরেন্ট ইকুইপমেন্ট
কার পার্কিং ম্যানেজমেন্ট
ডিজিটাল গেট সিস্টেম
মেটাল ডিটেকটর সিস্টেম
রোড সেফটি প্রোডাক্টস
সুপারশপ ফ্রিজ
সুপারশপ ইকুইপমেন্ট
স্পেশাল প্রোডাক্টস
স্লটারহাউজ ইকুইপমেন্ট
কোল্ড স্টোরেজ সমাধান