আপনার অফিসে বা ফ্যাক্টরিতে, হোটেলে, মার্কেটে, ভবনের বা গুরুত্বপূর্ণ স্থানে কেউ অস্র বা ক্ষতিকারক কোন কিছু নিয়ে প্রবেশ করছে না তো? এগুলো নিয়ে প্রবেশ করতেই পারে এবং আপনার অসাবধানতার জন্য ঘটতে পারে পপ্রাণহানি সহ নানান দুর্ঘটনা। এই সমস্যা সমাধানে, আপনি এবং আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন সম্পর্কে, যা আপনাকে দিয়ে ১০০% নিরাপত্তার নিশ্চয়তা।
জেনারেটরঃ সিঙ্গেল জেনারেটর
কুলিং সিস্টেমঃ এয়ার কুলিং
ডিউটি সাইকেলঃ ১০০%
মনিটরঃ এলইডি
অপারেটিং টেম্পারেচারঃ -২০ টু +৪০ ডিগ্রী
সিস্টেম পাওয়ারঃ ২২০ ভোল্ট
আনুমানুক ওজনঃ ৩০০ কেজি
কনভেয়ার স্পিডঃ ৮ ইন্সি পাস সেকেন্ড
রিভার্স অপশনঃ হ্যাঁ
নেটওয়ার্ক অপশনঃ হ্যাঁ
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন একটি এক্সরে মেশিন, যা দিয়ে এক্সরে রশ্মির মাধ্যমে কোন ব্যাগ বা লাগেজ স্ক্যান করে বা পরীক্ষা দেখা হয় ব্যাগ বা লাগেজে কোন ক্ষিতিকারক উপাদান বা কোন অস্ত্র রয়েছে কি না। এই মেশিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বা একাধিক এক্সরে জেনারেটর সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, যার মাধ্যমে ব্যাগের এক্সরে ছবি তোলা বা ভিডিও করা হয় এবং তা তারিখ এবং সময় সহ সংরক্ষণ করে রাখা হয় পরবর্তীতে দেখার জন্য।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এই মেশিনে কোন ব্যাগ বা লাগেজ প্রবেশ করালে এই মেশিনটি অটোমেটিকভাবে একটি এক্সরে রশ্মি মেশিনের একপাশ থেকে অন্যপাশে প্রবাহিত করে এবং ঠিক সেই সময় মেশিন অটোমেটিকভাবে এটির একটি ছবি বা ভিডিও সংগ্রহ করে রাখে। ব্যবহারকারী খুব সহজেই রিয়েল টাইমে ছবিটি দেখে ক্ষতিকারক উপাদান চিনহিত করতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিনের টানেল সাইজ বিভিন্ন রকমের হতে পারে। ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী যে কোন টানেল সাইজের স্ক্যানার নিতে পারবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ হোটেল, অফিস, ফ্যাক্টরি, মার্কেট, সিনেমা হল, এবং গুরুত্বপূর্ণ ভবনে যে কেউ কোন অস্র, বোমা বা ক্ষতিকারক কোন কিছু নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যবস্থাটি সকল পাবলিক প্লেসে ব্যবহার করে থাকলে, বিভিন্ন হামলা এবং দুর্বৃত্যদের আক্রমন কমিয়ে আনা সম্ভব হতো।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সকল এয়ারপোর্ট, হোটেল, সরকারী / বেসরকারি অফিস, সেনানিবাস, সরকারী গুরুত্বপূর্ণ ভবন, কর্পোরেট হাউজ, নিরাপত্তা বাহিনীর সকল অফিসসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন করা প্রয়োজন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিনের প্রধান পার্টস হচ্ছে এর মধ্যে থাকে এক্সরে জেনারেটর। এই জেনারেটরের মাধ্যমেই লাগেজ বা ব্যাগের এক্সরে ছবি বা ভিডিও তৈরি করা হয়ে থাকে।
উত্তরঃ যে কোন প্রোডাক্ট কত বছর ব্যবহার করা যাবে তা অনেকটাই নির্ভর করে এর সঠিক ব্যবহারের উপর। আমাদের অভিজ্ঞতা এবং প্রোডাক্টের গুণগত মানের বিবেচনায় বলতে গেলে, আশাকরা যায় এই এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিনটি মিনিমাম ২০ বছর থেকে ৩০ বছর ব্যবহার করতে পাড়বেন কোন রকম সমস্যা ছাড়াই ইনশা-আল্লাহ।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন বিভিন্ন সাইজের রয়েছে এবং এটি মডেল অনুযায়ী বিভিন্ন রকম বিদ্যুৎ খরচ করে থাকে। এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন চালালে প্রতি মাসে আনুমানিক ২০০০ থেকে ৪০০০ টাকা বিদ্যুৎ বিল আসতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিনে প্রতিটি ব্যাগ বা লাগেজ স্ক্যান করতে মেশিনের মডেল এবং সাইজ ভেদে ৫ থেকে ১০ সেকেন্ড সময় লাগতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন অপারেট করা খুবই সহজ, মেশিনের কনভেয়ার বেল্টের উপর ব্যাগ বা লাগেজ দিয়ে দেওয়ার পর অটোমেটিকভাবে বা সুইচ প্রেশ করার পর ব্যাগটি বা লাগেজটি মেশিনের ভিরতে ঢুকে যাবে এবং স্ক্যান হয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে। ব্যাগটি মেশিনের ভিতর দিয়ে পাস করার সময় ব্যাগটির এক্সরে স্ক্যান ছবি বা ভিডিও মেশিনের সাথে থাকা মনিটরে রিয়েল টাইমে শো করবে এবং তারিখ এবং সময় সহ মেশিনের কম্পিউটারে জমা হয়ে থাকবে। ব্যবহারকারী পরবর্তীরে চাইলে এটি দেখতে পারবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানার মেশিন। বিদ্যুৎ না থাকলে এই মেশিনটি জেনারেটরে চানালো সম্ভব।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ উন্নত দেশগুলোর মধ্যে প্রায় সকল দেশই সিকিউরিটি ইকোইপমেন্ট তৈরি করে থাকে। তারমধ্যে এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন সাধারণত চায়না, ইউএসএ, ইংল্যান্ড, কানাডা, ইউক্রেন, ব্রাজিল, তুর্কিসহ বিশ্বের প্রায় ৩০ টি দেশ এই মেশিন তৈরি করে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ ইউএসএ সহ ইউরুপের সকল দেশের এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন খুবই উন্নতমানের হয়ে থাকে, কিন্তু দামের দিক থেকে এই দেশগুলোর মেশিনের মূল্য অনেক বেশি হয়ে থাকে। তুলনামূলকভাবে চায়নার এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিনের দাম কম হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমরা যেহেতু এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন দেশের বাইরে থেকে ইমপোর্ট করে নিয়ে আসি তাই বিশ্ববাজারের দাম, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি খরচের উপর ভিত্তি করে আমাদের একেক সময় একেক রকম দাম পড়ে। তাই বর্তমান দাম জানতে এই মোবাইল নাম্বারে দয়া করে আমাদেরকে কল করুনঃ ০১৭১১ ৯৯৮৬২৬
আমাদের প্রতিনিধিগণ আপনাকে লেটেস্ট প্রাইস দিয়ে দিবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আপনার লোকেশন যদি ঢাকা হয়ে থাকে তবে আপনি সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন। অফিসে এসে এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন সামনাসামনি দেখে, প্রোডাক্ট চেক করে সব কিছু ঠিক থাকলে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের অফিসে এসে প্রোডাক্ট কিনে নিয়ে গেলে প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের সার্ভিস বা সাপোর্টের নাম্বারে কল দিয়ে এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন সমস্যার কথা জানালেই আমরা আপনাকে সাপোর্ট দিব।আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের ২ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এই সময়ের মধ্যে প্রোডাক্টের যে কোন ধরণের সমস্যা হলে আমরা বিনা মূল্যে সার্ভিস করে দিব এবং এর পরে হলে সার্ভিস চার্জ দিতে হবে। প্রোডাক্ট সার্ভিস করতে যদি কোন পার্টস প্রয়োজন হয় তাহলে, কাস্টমার তার মূল্যে পরিশোধ করবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন নবারুন ইন্টারন্যাশনাল বিক্রি করে থাকে।
এক্সরে লাগেজ ও ব্যাগেজ স্কানার মেশিন ক্রয় করার জন্য নবারুন ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করার
H#199 (1st Floor), R#01, New DOHS Mohakhali, Dhaka-1206, Bangladesh
সুপারশপের র্যাক
কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট
রেস্টুরেন্ট ইকুইপমেন্ট
কার পার্কিং ম্যানেজমেন্ট
ডিজিটাল গেট সিস্টেম
মেটাল ডিটেকটর সিস্টেম
রোড সেফটি প্রোডাক্টস
সুপারশপ ফ্রিজ
সুপারশপ ইকুইপমেন্ট
স্পেশাল প্রোডাক্টস
স্লটারহাউজ ইকুইপমেন্ট
কোল্ড স্টোরেজ সমাধান