•অপারেশন •হাইড্রোলিক সিস্টেম
•টিউব ডায়ামিটার•২৭৩ এম এম
•সাইজ •( ৬৬০ * ৮৩০ * ১১৭০ ) এম এম
•ওয়াল থিকনেস •৮ এম এম
•ব্রেক আউট রেজিস্ট্যান্স•৫,৮৫,০০০ জে
•এক্সেল লোড •১৫ এম এম
•অপারেশন টেম্পারেচার •-৪০ ডিগ্রী টু +৬০ ডিগ্রী
•প্রোটেকশন লেভেল•আইপি ৬৭
•পাওয়ার •২২০ ভোল্ট, সিঙ্গেল ফেজ
উত্তরঃ বোলার্ড বলতে খাড়া কোন ব্যারিয়ার পোস্ট বা পোল বা দন্ডকে বোঝায়। অটোমেটিক রাইজিং বোলার্ড একটি হাইয়ার সিকিউরিটি প্রোডাক্ট। যার মাধ্যমে সাধারণত গাড়ি চলচলকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এবং গাড়ি হামলা থেকে স্থাপনাকে রক্ষা করা হয়ে থাকে। ১৭৬৬ সালে সর্বপ্রথম বোলার্ড লন্ডনের একটি ভবনের সামনে ব্যবহার করা হয়েছিল। উন্নত দেশগুলোতে বোলার্ডের প্রচুর ব্যবহার হয় এবং বর্তমানে বাংলাদেশে এই প্রোডাক্ট ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এক কথায় বলতে গেলে, উচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে যে কোন ধরণের গাড়ির হামলা থেকে জানমাল এবং স্থাপনা রক্ষা করা সহ সকল গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার জন্য অটোমেটিক রাইজিং বোলার্ড ব্যবহার করা হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোম্যাটিক অটোমেটিক রাইজিং বোলার্ড সম্পূর্ণ অটোম্যাটিকভাবে কাজ করে। ব্যবহারকারীর কাজ হল, ব্যবহারকারী শুধু সুইচ চাপবেন অথবা রিমোট চাপবেন আপনার কাজ শেষ। রিমোট বা সুইচ চাপার সাথে সাথেই বোলার্ড উপরে উঠবে এবং নিচে নামবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ যে সকল স্থানে উচ্চ নিরাপত্তার প্রয়োজন বা যে সকল স্থানে দুবৃত্তদের হামলা হওয়ার সম্ভাবনা থাকে যে সকল স্থানে ব্যবহার করা হয় অটোম্যাটিক অটোমেটিক রাইজিং বোলার্ড। যা উচ্চ নিরাপত্তার পাশাপাশি আপনাকে দিবে আধুনিকতা ছোঁয়া। উন্নত দেশগুলোতে প্রায় সকল জায়গায়ই ব্যবহার করা হয় বোলার্ড। বাংলাদেশের প্রেক্ষিতে অটোমেটিক রাইজিং বোলার্ড সেনা ঘাটি, বিপনীবিতান, বিনোদন পার্ক, হাসপাতাল, তারকা হোটেল, সরকারী / বেসরকারি অফিস, এম্বাসি, মন্ত্রণালয়, সামরিক অফিস, বিদেশী প্রতিষ্ঠান, কোটনৈতিক বা রাজনৈতিক ব্যাক্তিত্য বাসভবন বা অফিসসহ সকল গুরুত্বপূর্ন স্থাপনায় ব্যবহার করতে পারেন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক রাইজিং বোলার্ড যখন উপরে উঠে না নিচে নামে তখন এর উপরের অংশে থাকা লাইট জ্বলে এতে যেমন এর আশেপাশের অন্ধকার দূর হয় পাশাপাশি অন্য রকম একটা শৈল্পিকতার সৃষ্টি হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অনেকগুলো ছোট বড় পার্টস মিলে একটি বোলার্ড তৈরি হয়। তার মধ্যে প্রধান অংশ হল এর বাহিরের বডি এবং হাইড্রোলিক সিস্টেম। অটোমেটিক রাইজিং বোলার্ড এর বাহিরের বডি তৈরি করা হয় প্রসেসিং করা শিট দিয়ে যা অনেক বেশি পরিমান শক্তিশালী এবং মজবুদ হয়। আর এতে ব্যবহার করা হয় অতি উন্নমানের হাইড্রোলিক সিস্টেম, সাধারণত জাহাজে যে গ্রেডের হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয় বোলার্ডেও সেই রকম গ্রেডের হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। বাকি অংশ গুলো নিজস্ব ফ্যাক্টরিতে উন্নমানের কাঁচামাল দ্বারা তৈরি করা হয় প্রশিক্ষিত টেকনিশিয়াদের সাহায্যে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ বিদ্যুৎ চলে গেলে অন্যন্য পাওয়ারের সাহায্যে অটোম্যাটিক অটোমেটিক রাইজিং বোলার্ড অপারেট করা যাবে। যেমন অনলাইন আইপিএস, জেনারেটর ও সোলার সিস্টেমসহ অন্যন্য সকল পাওয়ার সিস্টেম।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ বৃষ্টি বা অন্যার সময় অটোম্যাটিক অটোমেটিক রাইজিং বোলার্ড এর ক্ষতি হইবার চান্স বেশী থাকে। কারন বৃষ্টি বা বন্যার সময় যে অটোমেটিক রাইজিং বোলার্ড এর সবকিছুই যদি পানির নিচে ডুবে যায় তাহলে আসলেই কিছু করার থাকবে না। কিন্তু বৃষ্টি হলে এবং সেই বৃষ্টির পানি যদি অটোমেটিক রাইজিং বোলার্ডটি পুরো ডুবিয়ে ফেলতে না পারে তপবে কোন প্রকার ঝামেলা হয়না।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ হ্যাঁ। উচ্চ নিরাপত্তা রক্ষা করার জন্য টোল প্লাজা সহ সকল গুরুত্বপূর্ণ যায়গায় ব্যবহার করতে পারেন এই অটোমেটিক রাইজিং বোলার্ড। তবে গাড়ি পাস হইবার জন্য যে ৫-৮ সেকেন্ড সময়ের দিকটা খেয়াল করেই সিদ্ধান্ত নেওয়া উচিৎ।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক রাইজিং বোলার্ড সাধারণত সিঙ্গেল ফেজ, ২২০ ভোল্ট, ৫০-৬০ এইচজেড এবং ৩০০ ওয়াটের হয়ে থাকে। অটোম্যাটিক অটোমেটিক রাইজিং বোলার্ড হিসেবে যা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক রাইজিং বোলার্ড ইনস্টল করার জন্য রাস্তার উচ্চতা থেকে মাটির নিচে সাধারণত ৭ থেকে ৮ ফিট গর্ত করতে হয় এবং ওয়াটার ট্যাংক তৈরি করার জন্য সাধারনত রাস্তার উচ্চতা থেকে মাটির নিচে সাধারণত ১০ থেকে ১২ ফিট গর্ত করতে হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক অটোমেটিক রাইজিং বোলার্ড সুইচ ছাড়া রিমোটেও নিয়ন্ত্রন করা যায়। কিন্তু ম্যানুয়াল অটোমেটিক রাইজিং বোলার্ড রিমোট বা সুইচ কোন কিছু দিয়েই নিয়ন্ত্রন করা যায় না, হাতের সাহায্যে চাবি ব্যবহার করে খুলতে বা লাগাতে হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক অটোমেটিক রাইজিং বোলার্ড এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এটা নির্ভর করে বোলার্ডের ক্ষমতার উপর। সাধারণত অটোমেটিক টেলিস্কোপিক পার্কিং বোলার্ডে ৫ টন থেকে শুরু করে ২০ টনের গাড়ি ধাক্কা দিলেও বোলার্ড ভেঙে গাড়ি ভিতরে যেতে পারবে না।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সাধারণত ৫ থেকে ৮ সেকেন্ড সময়ের মধ্যে অটোমেটিক অটোমেটিক রাইজিং বোলার্ড এর অপারেশন করা সম্ভব। যদিও এই সময় কাস্টমাইজড করেও বোলার্ডের অপারেশন করা সম্ভব।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ অটোমেটিক রাইজিং বোলার্ড এর লাইফটাইম ২০ থেকে ৪০ বহর হতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ উন্নত দেশগুলোর মধ্যে অনেক দেশই মর্ডান সিকিউরিটি ইকোইপমেন্ট তৈরিতে অনেক বিশ্বস্ত। তাদের মধ্যে অটোমেটিক রাইজিং বোলার্ড চায়না, ইতালি, ইউক্রেন, ইউএসএ, কুরিয়া, তুর্কি এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ তৈরি করে থাকে। প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী চায়না, ইউক্রেন এবং ইউএসএ মেইড প্রোডাক্ট অনেক বেশি ভাল হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমরা যেহেতু এই প্রোডাক্ট দেশের বাইরে থেকে ইমপোর্ট করে নিয়ে আসি তাই বিশ্ববাজারের দাম, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি খরচের উপর ভিত্তি করে আমাদের একেক সময় একেক রকম দাম পড়ে। তাই বর্তমান দাম জানতে নিচের দেওয়া মোবাইল নাম্বারে দয়া করে আমাদেরকে কল করুন।
আমাদের প্রতিনিধিগণ আপনাকে লেটেস্ট প্রাইস দিয়ে দিবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আপনার লোকেশন যদি ঢাকা হয়ে থাকে তবে আপনি সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন। অফিসে এসে প্রোডাক্ট সামনাসামনি দেখে, প্রোডাক্ট চেক করে সব কিছু ঠিক থাকলে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি ঢাকার বাহিরে অবস্থান করেন এবং আমাদের অফিসে আসা যদি আপনার সম্ভব না হয় তাহলে, আপনি চাইলে কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টের মাধ্যমেও আমাদের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানার সাথে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে। এ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পর আমরা প্রোডাক্ট কুরিয়ারে বুকিং করে দিব, তার পরবর্তী ১-২ দিনের মধ্যে আপনি কুরিয়ারে মাল পেয়ে যাবেন।কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিলে কুরিয়ারের সকল চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের অফিসে এসে প্রোডাক্ট কিনে নিয়ে গেলে প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে। আর যদি কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টে প্রোডাক্ট ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা মাল ডেলিভারি নেওয়ার সময় কুরিয়ার পেমেন্ট করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এটা নির্ভর করে প্রোডাক্টের সাইজের উপর, মানে কার্টোন যত বড় হবে তার উপর নির্ভর করবে কুরিয়ারের চার্জ কত হবে। সাধারনত প্রোডাক্টের সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত কুরিয়ার খরচ হতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের সার্ভিস বা সাপোর্টের নাম্বারে কল দিয়ে আপনার অটোমেটিক রাইজিং বোলার্ড সমস্যার কথা জানালেই আমরা আপনাকে সাপোর্ট দিব।আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এই সময়ের মধ্যে প্রোডাক্টের যে কোন ধরণের সমস্যা হলে আমরা বিনা মূল্যে সার্ভিস করে দিব এবং এর পরে হলে সার্ভিস চার্জ দিতে হবে। প্রোডাক্ট সার্ভিস করতে যদি কোন পার্টস প্রয়োজন হয় তাহলে, কাস্টমার তার মূল্যে পরিশোধ করবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এই প্রোডাক্ট নবারুন ইন্টারন্যাশনাল বিক্রি করে থাকে।
H#199 (1st Floor), R#01, New DOHS Mohakhali, Dhaka-1206, Bangladesh
সুপারশপের র্যাক
কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট
রেস্টুরেন্ট ইকুইপমেন্ট
কার পার্কিং ম্যানেজমেন্ট
ডিজিটাল গেট সিস্টেম
মেটাল ডিটেকটর সিস্টেম
রোড সেফটি প্রোডাক্টস
সুপারশপ ফ্রিজ
সুপারশপ ইকুইপমেন্ট
স্পেশাল প্রোডাক্টস
স্লটারহাউজ ইকুইপমেন্ট
কোল্ড স্টোরেজ সমাধান