যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের জীবন মানের পরিবর্তন হয় খুব দ্রুতই। বিশেষ করে রাস্তা সংক্রান্ত যে সকল বিপ আপদ আমাদের জীবনে ঘটে থাকে সেইসব এড়ানোর বর্তমান সময়ে অনেক স্মার্ট ডিভাইস রয়েছে তার মাঝে সোলার রোড স্টাড অন্যতম। আজকে আমরা এই অসাধারন রোড সেফটি ও দারুন সব ফিচার সম্পন্ন প্রোডাক্ট সম্পর্কে জানবো।
শক্তিশালী বডি মেটারিয়াল
এই সোলার রোড স্টাডগুলো প্রধানত দুইটি মেটারিয়াল দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম এবং পলিকার্বোনেট। এর উপর দিয়ে বাস, ট্রাক, লরি পযন্ত যায় এর বডির কিছুই হবে নাহ, এতোটাই শক্তিশালী। ৩০ টনের যানবহন পযন্ত এর উপর দিয়ে যেতে পারবে তাতে এর বদি অক্ষত থাকবে।
লোড ক্যাপাসিটি
এই রোড স্টাডগুলোর লোড ক্যাপাসিটি অনেক বেশি। বড় বড় লড়ি, কার্ভাড ভ্যান গেলেও এর কিছুই হবে নাহ। ৩০ টন পযন্ত এটি লোড নিতে পারে, এর বেশি লোড পরতে থাকলে এটি ধীরে ধীরে নস্ট হয়ে যেতে পারে। তাই ৩০ টন বা এর কম ভাড়ি যানবহন যেখানে চলবে সেইসব রাস্তার ক্ষেতে এটি একটি পারফেক্ট রোড স্টাড।
অধিক উজ্জ্বলতার এলএইডি
এই রোড স্টাডগুলোতে অধিক আলোর এলএইডি রয়েছে। যা দূর থেকে দেখা যাবে যেকোনো পরিবেশে। এই এলএইডিগুলো বিভিন্ন কালারের হয়, যেমনঃ লাল,হলুদ,নীল, সাদা ইত্যাদি। আপনার পছন্দ অনুযায়ি নিতে পারবেন।
চার্জ থাকা অবধি এইগুলো জ্বলতে থাকবে অনেক। এলএইডি ব্যাবহার করায় এটি কম চার্জে অনেক সময় জ্বলে।
দূর থেকে ভালো দেখা যায়
সোলার রোড স্টাডের আলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি দূর থেকে ভালোভাবে দেখা যায় ।এটি প্রায় ১০০০ মিটার কিংবা এক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর এলএইডির বিভিন্ন রঙের আলো দিয়ে থাকে, যেমন সাদা, লাল বা হলুদ, যা রাতের বেলায় আরও স্পষ্ট করে রোডকে। এটি দুইটা টাইপের হয় যেমন একটা শুধু জ্বলে থাকবে আরেকটা আছে যেইটা জ্বলবে আর নিভবে মানে বিলিং করবে।
অটোমেটিক একটিভিশেন
এই সোলার রোদ স্টাডগুলোর মাঝে ডে-নাইট সেন্সর দেওয়া আছে কম আলোতে জ্বলে উঠে। মনে করেন দিনের বেলাতে
আকাশ মেঘাছন্ন আছে, চারদিকে অন্ধকার একটা অবস্থা যেক্ষেতেও এই স্টাডগুলো জ্বলে উঠবে। তাছাড়া রাতের বেলাতে তো
জ্বলবেই। কোনধরনের হাতের স্পর্শ ছাড়াই এই লাইটগুলো জ্বলবে আলো কমে গেলে।
সোলার প্যানেল ডিটেইলস
এই রোড স্টাড সোলার প্যানেলের শক্তি উৎপাদন ক্ষমতা সাধারণত 0.5 ওয়াট থেকে 2 ওয়াট পর্যন্ত হতে পারে, যা স্টাডের এলইডি লাইটের জন্য যথেষ্ট।সোলার প্যানেলগুলি দিনের বেলা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে চার্জ হয়। যদি ভালো মতন সূর্যের আলো পায় এটি অতিদ্রুত চার্জ হয়ে যায়, এতে ২ থেকে ৩ দিন ভালো মতন আলো জ্বলবে।সোলারটি উচ্চগুনসম্পূর্ন সিলিকন দিয়ে তৈরি তাই এর উপর দিয়ে যানহন গেলেও এর কিছু হয় নাহ।
ব্যাটারি ক্যাপাসিটি
সোলার রোড স্টাডে সাধারণত লিথিয়াম আয়ন বা নিকেল-মেটাল হাইড্রাইড (NiMH) ব্যাটারি ব্যবহৃত হয়। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি বেশি কার্যকরী এবং দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত 200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) থেকে 1000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) পর্যন্ত হতে রোদ বেশি থাকলে কম সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়।
চার্জিং সময়
এই সোলার স্টাডগুলোর চার্জিং সময় নির্ভর করে রোদের আলোর উপর। যতবেশি সূর্যের আলো থাকবে তত তাড়াতাড়ি চার্জ হবে এটি। ভালো মতন রোদে তাপ থাকলে ৩ বা ৪ ঘন্টার মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়। যেসব রাস্তায় অনেক গাছপালা থাকে সেখানে সূর্য্যের আলো কম পড়ে, সেক্ষেতে চার্জ হইতে বেশি সময় নিবে।
কুয়াশা,ধুলো এবং বৃষ্টির নিরাপত্তা
এই সোলার স্টাডগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এর মধ্যে বৃষ্টির পানি, ধুলা ঢুকবে নাহ। যেকোনো প্রতিকূল পরিবেশেও এটি সুরাক্ষা থাকে। শীতকালে ঘন কুয়াশা পড়ে, রাস্তায় অনেক ধুলাবালি থাকে, ঝড়বৃষ্টি হয় এসব কিছুর কোনটাই এর উপর প্রভাব ফেলে নাহ। এছাড়া এটি ওয়াটার প্রফ (IP-68) রেটিং দেওয়া, অনেক সময় পানির নিচে থাকলেও কিছু হয় নাহ।
ওয়াটার প্রুফ লেভেল
এই সোলার স্টাডগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে পানিতে ডুবে থাকলেও এর মধ্যে থাকা যন্ত্রাদির কোনধরণের ক্ষতি হবে নাহ। এই সোলার রোড স্টাড IP68 রেটিং এর মানে হইলো যে স্টাডটি সম্পূর্ণভাবে ধুলোর বিরুদ্ধে সুরক্ষিত এবং এটি দুই মিটার বা তার বেশি গভীর পানিতে ডুবানো হলেও কিছু হবে নাহ।পানি, ধুলো, কাদামাটি সবকিছুতেই এটি ভালো থাকবে।
রাতে আকর্ষণীয় দেখায়
সোলার রোড স্টাড রাতে আকর্ষণীয়ভাবে দেখা যায় কারণ এর উজ্জ্বল এলইডি লাইট রাতের অন্ধকারে সড়ককে আলোকিত করে। বিভিন্ন রঙের আলো যেমন সাদা, লাল বা হলুদ, রাস্তার বিভিন্ন অংশ এবং সংকেত স্পষ্ট করে তোলে, যা রাতে গাড়িচালকদের জন্য সুবিধা হয়।
খুবই সহজ ইন্সটেলেশন
এটি ইন্সটেলেশন করা খুবই সহজ এবং তাড়াতাড়ি করা যায়।এই সোলার রোড স্টাডগুলো রাস্তার উপরে বিভিন্ন উপায়ে লাগানো যায়।যেমন ড্রিল করে পেরেক বা স্ক্রু দিয়ে অথবা আঠা দিয়ে। এটি স্টাডগুলোর নিচের দিকে খাজকাটা আছে যার সাহায্যে সহজে আঠা ব্যাবহার করে রাস্তার উপরে লাগানো যায়। এছাড়া এর জন্য আলাদা কোন ক্যাবেল বা লাইনের দরকার পরে নাহ দেখে কোন ধরনের ঝামেলা ছাড়াই এটি রাস্তার সাথে লাগানো যায়।
সোলার রোড স্টাড সম্পর্কে কমন কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে নেইঃ
প্রশ্নঃ সোলার রোড স্টাড কি?
উত্তরঃ সোলার রোড স্টাড একটি আধুনিক সড়ক সুরক্ষা ডিভাইস যা রাস্তার উপরের অংশে লাগানো হয়। এটি প্রধানত অ্যালুমিনিয়াম এবং পলিকার্বোনেট দিয়ে তৈরি একটি সোলার সিস্টেম রোড স্টাড। এটি খুবই শক্তিশালী হয়, এর উপর দিয়ে ভারী ভাড়ী ট্রাক, বাস, লড়ী গেলেও এর কোন সমস্যা হয় নাহ। এটি সূর্য থেকে সোলার এর মতন আলো এবং তাপ নিয়ে ব্যাটারি চার্জ হয় এবং কম আলোতে জ্বলে উঠে। বাসা বাড়িতে ব্যবহিত সোলার এর মতই এর কাজ করে। এর মধ্যে আধুনিক ডে-নাইট সেন্সর আছে যা কম আলোতে বা রাতের বেলায় জ্বলে উঠে। এর মাঝে কিছু প্রকার আছে সারাক্ষন জ্বলে থাকে আবার কিছু আছে জ্বলে আর নিভে। ঝড়বৃষ্টি, কাদামাটি, পানি ,কুয়াশা এর কিছুতেই এটি নস্ট হয় নাহ। এটি -২০ ডিগ্রী থেকে ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতেও ঠিক থাকে। ৩০ টনের মতন লোডেও এটি অক্ষত থাকে। এর এলএইডি লাইট বিভিন্ন কালারের আলো জ্বলে যেমন লাল, নীল, হলুদ, সাদা ইত্যাদি। রাতের বেলা এটি প্রায় ১০০০ মিটার কিংবা আরো দূর থেকেও দেখা যায়। এর ফলে রাতের বেলায় গাড়িচালকদের রাস্তায় ড্রাইভ করা সহজ হয়ে যায়। এতে রাস্তাও অনেক সুন্দর দেখা যায়।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড কিভাবে কাজ করে?
উত্তরঃ এটি একটি রোড সেইফটির জন্য আধুনিক যন্ত্র। যা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কম আলোতে রাস্তার রোড মার্কিং দেখাতে সাহায্য করে। এটি নিম্নলিখিত ভাবে কাজ করে
সূয্যের আলো শোষণ এবং চার্জিংঃ দিনের বেলায় সোলার রোড স্টাডের উপরের অংশে থাকা সোলার প্যানেল এর সাহায্যে সূর্যের আলো শোষণ করে এবং তা ব্যাটারি চার্জ করে রাখে। ব্যাটারি টা ছোট হইলেও অনেক শক্তিশালী এবং চার্জ ধরে রাখার ক্ষমতা ভালো। এর ব্যাটারি একবার ফুল চার্জ হইলে প্রায় ৪০ থেকে ৬০ ঘন্টা অনায়াসে জ্বলে।
ডে-নাইট সেন্সরঃ এর মাঝে থাকা সেন্সর কম আলো থাকলে জ্বলে তাছাড়া দিনের আলো থাকলে জ্বলে নাহ। কিন্ত আকাশ মেঘাছন্ন বা ঘন কুয়াশা থাকলে এটি জ্বলে। দিনের বেলায় চার্জ হয় রাতে জ্বলে উঠে রাস্তার নিরাপত্তা বাড়ায়।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড কি কি ধরনের হয়ে থাকে?
উত্তরঃ এই সোলার রোড স্টাডগুলো বিভিন্ন ধরণের হয়ে থাকে।
আকৃতির ভিত্তিতে: আকারে ভিত্তিতে এইগুলো বিভিন্ন ধরণের হয়, যেমনঃ গোলাকার, ত্রিভুজাকার, আয়াতকার আবার চারকোণা ইত্যাদি। একটি আছে ক্যাটস আই ধরণের, মূলত এটি দেখতে বিড়ালের চোখের মতন তাই এই নাম দেওয়া হয়েছে।
আলো জ্বলে ঊঠার ভিত্তিতেঃ এইটা দুই ধরনের হয় যেমন, একটি আছে কম আলোতে আলো জ্বলে থাকবে, আর এক ধরণের আছে বিলিং বা আলো জ্বলবে নিভবে। বেশিভাগ বিলিং করা রোড স্টাড এই বেশি ব্যবহার হয়।
উপাদানের ভিত্তিতেঃ উপাদানের উপর ভিত্তি করে এটি বিভিন্ন ধরণের হয় যেমন, প্লাস্টিক জাতীয়, রাবার জাতীয় এবং অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। অ্যালুমিনিয়ামের তৈরি স্টাডগুলো বেশি দামি হলেও খুব টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড এর লোড ক্যাপাসিটি কত বিস্তারিত জানতে চাই?
উত্তরঃ এই টাইপের স্টাডগুলোর লোড ক্যাপাসিটি অনেক। অনেক ভাড়ী ভাড়ী ট্রাক, বাস, লড়ি গেলেও এর কিছুই হবে নাহ। কারণ এর বডি মেটারিয়াল অনেক শক্তিশালী অ্যালুমিনিয়াম এবং পলিকার্বোনেট দিয়ে তৈরি। এটি ৩০ টন পযন্ত লোড নিতে সক্ষম। এর বেশি ভারী যানবহন গেলে এটি ক্ষয় বা বাকা হয়ে যেতে পারে। কিছু কিছু প্লাস্টিক বডির স্টাড আছে ওইগুলোর ক্যাপাসিটি আরো কম হয়। এর সাইজ যেহেতু একটু বড় তাই এর লোড ক্যাপাসিটিও বেশি। তাছাড়া এর এলএইডি লাইটের উপর পলিকার্বোনেট দেওয়া যা গাড়ির অধিক গতি কিংবা ওজনেও ভাংগে নাহ।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড কেনো ব্যবহার করা হয়?
উত্তরঃ সোলার রোড স্টাড হলো রাস্তার নিরাপত্তা বাড়াতে ব্যবহৃত একটি আধুনিক প্রযুক্তির যন্ত্র। এগুলো মূলত সোলার এর সাহায্যে ছোট্ট এলএইডি লাইট দেওয়া থাকে, যা রাস্তার পাশে বা মাঝখানে স্থাপন করা হয়। দিনের বেলায় সূর্যের আলো শোষণ করে এগুলো নিজে থেকে চার্জ হয় এবং রাতে আলো জ্বলে চালকদের জন্য রাস্তা দেখাতে সাহায্য করে। এগুলো ব্যবহার করা হয় কারণ এগুলো পরিবেশবান্ধব, স্বয়ংসম্পূর্ণ, দীর্ঘস্থায়ী এবং খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সোলার রোড স্টাড রাস্তার মোড়, টানেলের প্রবেশদ্বার, গোলচত্বর ইত্যাদিজ ঝুকিপুন্য স্থানে ব্যবহার করে চালকদের সতর্ক করা হয়। এগুলো কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বা অন্ধকারেও চালকদের স্পষ্টভাবে রাস্তা দেখাতে এবং দুর্ঘটনা কমাতে সাহায্য করে। সব মিলিয়ে, সোলার রোড স্টাড হলো একটি স্মার্ট এবং টেকসই সমাধান যা রাস্তা নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ কোন কোন জায়গার জন্য সোলার রোড স্টাড ব্যবহার করা উচিৎ?
উত্তরঃ সোলার রোড স্টাডগুলি রাস্তার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপুন্য জায়গায় ব্যবহার করা হয়। যেমনঃ
রাস্তার মোড়: রাস্তার মোড়গুলোতে সোলার রোড স্টাড ব্যবহার করে চালকদের মোড় আসার আগেই সতর্ক করা যায়।
টানেলের প্রবেশমুখে: টানেলের প্রবেশদ্বারে সোলার রোড স্টাড ব্যবহার করে চালকদের টানেলের ঢুকার জায়গা সম্পর্কে জানানো হয়।
গোলচত্বর: গোলচত্বরে সোলার রোড স্টাড ব্যবহার করে চালকদের গোলচত্বরের অবস্থান সম্পর্কে সতর্ক করা হয়।
রাস্তার দুইপাশে: রাস্তার দুইপাশে সোলার রোড স্টাড ব্যবহার করে চালকদের রাস্তার সীমা সম্পর্কে জানানো হয়।
পার্কিং লট: পার্কিং লটে সোলার রোড স্টাড ব্যবহার করে গাড়ি চালকদের পার্কিং স্পেসগুলি চিহ্নিত করা হয়।
এছাড়া রাস্তা রাতের বেলা সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন জায়গায় লাগানো যায়। ক্যান্টনমেন্ট, রিসোর্ট, পর্যটন জায়গাগুলোতে লাগানো যায়। একসাথে সৌন্দর্য এবং সাথে নিরাপত্তা দুইটাই নিশ্চিত করবে এটি।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে?
উত্তরঃ সোলার রোড স্টাড সাধারণত কয়েকটি মূল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। সোলার রোড স্টাডের মূল উপাদানগুলি হল:
বডি মেটারিয়াল: এটি শক্তিশালী প্রধানত অ্যালুমিনিয়াম এবং পলিকার্বোনেট দিয়ে তৈরি। যাহ বহুদিন টিকসই এবং মজবুত থাকে।
সোলার প্যানেল: এটি স্টাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সোলার প্যানেল সূর্যের আলো শোষণ করে এবং তা বিদ্যুতে রূপান্তরিত করে। এই বিদ্যুৎই স্টাডের LED বাতিকে জ্বালাতে ব্যবহৃত হয়।
ব্যাটারি: সৌর প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুৎকে একটি ছোট্ট ব্যাটারিতে সঞ্চিত করা হয়। রাতে বা কম আলোতে যখন সূর্যের আলো থাকে না, তখন এই ব্যাটারির সঞ্চিত বিদ্যুত ব্যবহার করে LED বাতি জ্বলে।
LED বাতি: স্টাডের উপরের অংশে একটি বা একাধিক LED বাতি থাকে। এই বাতিগুলি রাতে আলো জ্বলে চালকদের জন্য সতর্কতা দেয়।
সার্কিট বোর্ড: স্টাডের বিভিন্ন উপাদানকে সংযুক্ত করার জন্য একটি সার্কিট বোর্ড ব্যবহৃত হয়। এই বোর্ডটি স্টাডের বৈদ্যুতিক কাজ পরিচালনা করে।
মূলত এইসব উপাদান দিয়ে একটি সোলার রোড স্টাড তৈরি হয়।
প্রশ্নঃ সোলার রোড স্টাড এর লাইফটাইম কেমন মানে কত বছর সার্ভিস দিতে সক্ষম?
উত্তরঃ সোলার রোড স্টাডের লাইফটাইম বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন স্টাডের উপাদান, ইনস্টলেশন পদ্ধতি, আবহাওয়া এবং যানবাহনের চাপ। সাধারণত, একটি মানসম্পন্ন সোলার রোড স্টাড ৫ থেকে ১০ বছর পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম। তবে, যদি স্টাডটি উচ্চমানের উপাদান দিয়ে তৈরি করা হয় এবং সঠিকভাবে ইনস্টল করা হয়, তাহলে এটি আরও দীর্ঘ সময় ধরে টেকসই হতে পারে। কিন্ত যদি ওভারলোড এর গাড়ি চলাচল করে সেক্ষেতে এর লাইফটাইম কমে আসতে পারে।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ এই সোলার রোড স্টাড ব্যাটারি শেষ হয়ে গেলে করণীয় কি?
উত্তরঃ সোলার রোড স্টাড ব্যাটারি অনেক শক্তিশালী।এই রোড স্টাডে সাধারণত লিথিয়াম আয়ন বা নিকেল-মেটাল হাইড্রাইড (NiMH) ব্যাটারি ব্যবহৃত হয়। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি বেশি কার্যকরী এবং দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত 200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) থেকে 1000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) পর্যন্ত । তাছাড়া এটি যেহেতু ধুলা বালি, ওয়াটার প্রুফ তাই এটির ব্যাটারি নস্ট হওয়ার কোন কারণ নাই।আর ব্যাটারি নস্ট নাহ হইলে আলো পাইলে চার্জ হবেই, আর চার্জ যেহেতু হবে তাহলে ব্যাটারি শেষ হওয়ার কোন কারণ দেখতাছি নাহ। কিন্তু যেহেতু ইলেক্ট্রনিক্স জিনিশ নস্ট হয়ে গেলে ব্যাটারি লাগানোর জন্য আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে।
প্রশ্নঃ সোলার রোড স্টাড এর সাইজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ সোলার রোড স্টাড বিভিন্ন সাইজের হয়। স্টাডের ধরণ অনুযায়ী এটির সাইজ কম বেশি হয়। বেশি আলোর জন্য একটু বড় সাইজের স্টাড হয়। এছাড়া সোলার প্যানেল একটু বড় রাখলে চার্জ দ্রুত হবে সেক্ষেতে ব্যাটারি টা একটু বড় সাইজের হবে। স্টাডের সাইজ বেড়ে যাবে।যেসব জায়গায় ভারী যানবাহন চলাচল করে সেখানে চাপ সহ্য করার জন্য কিছুটা বড় আকারের স্টাড ব্যবহার করা হয়। সাধারনত 125*110*25MM সাইজের হয়। এর ওজন হয় ৪৫০ গ্রাম। এছাড়া কাস্টমাইজ করে কম বেশি সাইজের সোলার রোড স্টাড বানানো যায়।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ সোলার রোড স্টাড এর স্পেশাল কোন সুবিধা আছে কি? থাকলে জানতে চাই।
উত্তরঃ সোলার রোড স্টাডের বিশেষ কিছু সুবিধা রয়েছে যা এটিকে জনপ্রিয় করে তোলে। যেমনঃ
পরিবেশবান্ধব: সোলার রোড স্টাড পরিবেশবান্ধব কারণ এগুলো সৌরশক্তি ব্যবহার করে। ফলে কোন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হয় না এবং কোন ধরনের ক্ষতিকর কিছু নির্গত হয় না।
স্বয়ংসম্পূর্ণ: সূর্যের আলোই এগুলোর শক্তির উৎস। তাই একবার ইনস্টল করার পর এগুলো নিজে থেকেই চার্জ হয়ে যায় এবং রাতে আলো দেয়। কোন ধরনের বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না।
দীর্ঘস্থায়ী: উচ্চমানের উপাদান দিয়ে তৈরি সোলার রোড স্টাড অনেক বছর ধরে টেকসই হয়। এগুলোর রক্ষণাবেক্ষণ খরচও খুব কম।
নিরাপত্তা বাড়ায়: রাতে আলো জ্বলে এগুলো চালকদের জন্য রাস্তা দেখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বা অন্ধকারে এগুলো অত্যন্ত কার্যকরী।
সহজ ইনস্টলেশন: এগুলো সহজেই রাস্তায় ইনস্টল করা যায় এবং প্রয়োজনে সরিয়ে নেওয়া যায়।
সংক্ষেপে বলতে গেলে, সোলার রোড স্টাড একটি পরিবেশবান্ধব, স্বয়ংসম্পূর্ণ, দীর্ঘস্থায়ী এবং নিরাপদ সমাধান যা রাস্তার নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ বৃষ্টি হলে কি সোলার রোড স্টাড এর ভিতরে পানি ঢুকবে কিনা জানতে চাই।
উত্তরঃ বৃষ্টি হলে কি সোলার রোড স্টাড এর ভিতরে পানি ঢুকার সম্ভাবনা নাই বললেই চলে কারণ এটি IP68 রেটিং, এর মানে হইলো যে স্টাডটি সম্পূর্ণভাবে ধুলোর বিরুদ্ধে সুরক্ষিত এবং এটি দুই মিটার বা তার বেশি গভীর পানিতে ডুবে থাকলেও কিছু হবে নাহ। সো যত বৃষ্টিই হোক এর মাঝে পানি ঢুকবে নাহ। তবে রাস্তায় যদি অতিলোডের গাড়ী চলাচল করে তাহলে রোড স্টাডগুলো বাকা বা ভেংগে যেতে পারে সেক্ষেতে এর মাঝে পানি ঢুকতে পারে।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ ঘন কুয়াশাতে এর আলো কিরকম দেখা যাইতে পারে। কতটুকু দূরত্ব থেকে তখন দেখা যাবে?
উত্তরঃ এই রোড স্টাডগুলো প্রায় ১০০০ মিটার বা ১ কিলোমিটার দূর থেকে দেখা যায় তবে ঘন কুয়াশা হইলে সেক্ষেত্রে এই দূরত্ব কমে যেতে পারে। তবে এই এলএইডির তীব্র আলো ৪০০ থেকে ৫০০ মিটার দূর থেকে দেখা যাবে যত কুয়াশাই হোক। ঘন কুয়াশার কারণে রাস্তার মোড় কিংবা দিক বুঝা যায় এতে গাড়িচালকরা একটা দ্বিধায় পড়ে যায় সেখানে এই সোলার প্যানেল রোড স্টাডগুলো খুবই উপযোগী।
-----------------------------------------------------------------------------------
প্রশ্নঃ কি কি কারণে এই সোলার রোড স্টাডগুলো নস্ট হয়ে যেতে পারে?
উত্তরঃ এই রোড স্টাডগুলো খুবই মজবুত এবং টেকশই ডিজাইন করে বানানো। এটি ওয়াটার, ডাস্টপ্রুফ। ৩০ টন পযন্ত এর লোড ক্যাপাসিটি। কিন্ত কিছু কিছু ক্ষেত্রে এইগুলো নস্ট হয়ে যেতে পারে যেমন, অতিরিক্ত লোডের গাড়ি চললে এটি ক্ষয় কিংবা ভেংগে যেতে পারে। সেক্ষেত্রে ওই ভাংগা যায় দিয়ে পানি ঢুকে এর বিদ্যুৎতিক যন্ত্রাদির ক্ষতি হবে। এছাড়া যেইসব রাস্তায় একেবারেই রোদের আলোর পড়ে নাহ, সারাক্ষন ছায়া থাকে সেখানে ব্যাটারি চার্জ হবে নাহ। এইবানে অনেকদিন চললে ব্যাটারি দুর্বল হয়ে এর কার্যক্ষমতা নস্ট হয়ে যেতে পারে। রাস্তার সংস্কার করার সময় অনিবার্যকারণবসিত এর উপর আঘাত পড়লে নস্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
H#199 (1st Floor), R#01, New DOHS Mohakhali, Dhaka-1206, Bangladesh
সুপারশপের র্যাক
কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট
রেস্টুরেন্ট ইকুইপমেন্ট
কার পার্কিং ম্যানেজমেন্ট
ডিজিটাল গেট সিস্টেম
মেটাল ডিটেকটর সিস্টেম
রোড সেফটি প্রোডাক্টস
সুপারশপ ফ্রিজ
সুপারশপ ইকুইপমেন্ট
স্পেশাল প্রোডাক্টস
স্লটারহাউজ ইকুইপমেন্ট
কোল্ড স্টোরেজ সমাধান