উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও এখন প্রচুর পরিমান সুপারশপ তৈরি হচ্ছে এবং উন্নত পদ্ধতিতে বাজার করার সুব্যবস্থা তৈরি হচ্ছে শহর থেকে শুরু করে গ্রামেও। সুপারশপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইপোইপমেন্ট হচ্ছে গন্ডোলা বা র্যাক। র্যাক অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই র্যাকগুলো সুপারশপে মিনিমাম ২০ থেকে ৩০ বছর ব্যবহার করা হয়। চলুন জেনে নেওয়া যাক সুপারশপ গন্ডোলা র্যাকের বিষয়ে সকল বিস্তারিত তথ্য।
সাইজঃ বিভিন্ন
কালারঃ সাদা / কালো
ধরনঃ ৪ ধরণের
ম্যাটেরিয়ালঃ প্রসেসিং শীট
তাকঃ ৫ টি থাকে (বাড়ানো যায়)
ওজন বহনঃ ৮০+ কেজি প্রতি শেলফ
উত্তরঃ সুপারশপের পন্য ডিসপ্লে করে রাখার জন্য যে ধরণের র্যাক ব্যবহার করা হয় তাকে সুপারশপ গন্ডোলা বা সুপারশপ র্যাক বলা হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপের ধরণ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যাক ব্যবহার করতে হয় এবং একেক ধরণের র্যাকের শেইপ বা আকার একেক রকম হয়ে থাকে। শেইক বা আকারের উপর ভিত্তি করে সুপারশপ গন্ডোলা র্যাক সাধারণত চার প্রকারের হয়ে থাকে।
যেমনঃ
১. ওয়াল গন্ডোলা বা সিঙ্গেল সাইড গন্ডোলা
২. আইল্যাড গন্ডোলা বা ডাবল সাইড গন্ডোলা
৩. এ্যান্ড গন্ডোলা বা শেষ গন্ডোলা
৪. হার্ডওয়্যার গন্ডোলা বা স্লাট ওয়াল গন্ডোলা
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক এর সাইজ এবং আকার অনুযায়ী গন্ডোলাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং চলুন জেনে নেওয়া যাক কোন ধরণের গন্ডোলা কোথায় ব্যবহার করা হয়।
প্রথমেই ওয়াল গন্ডোলা গন্ডোলার ব্যপারে জেনে নেওয়া যাক, এই ধরণের গন্ডোলা সাধারণত শপের দেয়ালের পাশে ব্যবহার করা হয়। এই গন্ডোলার এক দিকে শেলফ বা চাক থাকার কারণে এটিকে অনেকে সিঙ্গেল সাইড গন্ডোলাও বলে থাকে।
আইল্যান্ড গন্ডোলা ব্যবহার করতে হয় শপের মাঝখানের সারিতে, মাঝখানে র্যাকের সারি তৈরি করার জন্য শপের মাঝে আইল্যান্ড গন্ডোলা ব্যবহার করতে হয়। আইল্যান্ড গন্ডোলাটি ডাবল সাইড হয়ে থাকে মানে এই গন্ডোলার দুই দিকেই শেলফ বা তাক থাকে।
এ্যান্ড গন্ডোলাটিও সিঙ্গেল সাইড হয়ে থাকে মানে এর শেলফ বা তাক এক সাইডে হয়ে থাকে এবং এটি ব্যবহার করা হয় আইল্যান্ড গন্ডোলার শুরুতে এবং শেষে।
স্লাট ওয়াল গন্ডোলা বা হার্ডওয়্যার গন্ডোলা সাধারণত খুব কম ব্যবহার করা হয়, সাধারণত ছোট সাইজের জিনিসপত্র এবং ঝুলিয়ে রাখতে হয় এমন জিনিসপত্র এই গন্ডোলাতে রাখা হয়। এই গন্ডোলা রাখার বা সেট করার নির্দিষ্ট কোন জায়গা নাই। ব্যাবহারকারী তার সুবিধামত যে কোন স্থানে এটি সেট করতে পারেন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ জ্বি। সুপারশপ গন্ডোলা র্যাক কেনার পর এটি নিজে নিজেই সেট করা যায়। তারপরও যদি কেউ একান্তই নিজে নিজে যেট করতে না চান, সেক্ষেত্রে আমাদের লোক দিয়ে সেট করিয়ে নিতে পাড়বেন।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক সেট করা করা খুবই সহজ কাজ। প্রথমে গন্ডোলার দুইটি স্ট্যান্ড খাড়া করা ধরে গন্ডোলার ব্যাক পার্ট স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে সেট করতে হবে, সবগুলো ব্যাক পার্ট সেট করা শেষ হলে সর্বপ্রথম বেইজ শেলফ বা সবার নিচের শেলফ স্ট্যান্ডের সাথে লাগাতে হবে তারপর বাকি শেলফগুলো সুবিধামত উচ্চতায় লাগিয়ে দিতে হবে। এভাবেই গন্ডোলা শেলফ সেট করতে হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ গন্ডোলা র্যাক ধরণ অনুযায়ী সাধারণত কয়েকটি সাইজের হয়ে থাকে। নির্দিষ্ট সাইজ গুলো ছাড়াও আপনি চাইলে অর্ডার করে আপনার চাহিদামত সাইজের গন্ডোলা তৈরি করে নিতে পাড়বেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওয়াল গন্ডোলা সাধারণত দুইটি সাইজের হয়ে থাকে। যেমনঃ উচ্চতা সাত ফিট এবং দৈর্ঘ্য হয় তিন ফিট, উচ্চতা সাত ফিট এবং দৈর্ঘ্য হয় চার ফিট।
আইল্যান্ড গন্ডোলা সাধারণত দুইটি সাইজের হয়ে থাকে। যেমনঃ উচ্চতা ছয় ফিট এবং দৈর্ঘ্য হয় তিন ফিট, উচ্চতা ছয় ফিট এবং দৈর্ঘ্য হয় চার ফিট।
এ্যান্ড গন্ডোলা সাধারণত একটি সাইজের হয়ে থাকে। উচ্চতা ছয় ফিট এবং দৈর্ঘ্য হয় তিন ফিট।
স্লাট ওয়াল গন্ডোলা বা হার্ডওয়্যার গন্ডোলা সাধারণত দুইটি সাইজের হয়ে থাকে। যেমনঃ উচ্চতা ছয় / সাত ফিট এবং দৈর্ঘ্য হয় তিন ফিট, উচ্চতা ছয় / সাত ফিট এবং দৈর্ঘ্য হয় চার ফিট।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সাইজের উপর ডিপেন্ড করে সুপারশপ গন্ডোলা র্যাক প্রতি শেলফে বা প্রতি তাকে প্রায় ৮০ কেজি থেকে শুরু করে ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ না। আমাদের এই সুপারশপ গন্ডোলা র্যাক এর শেলফ বা তাক ব্যবহার করতে করতে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক ব্যবহার করতে হলে রুমের উচ্চতা কত হতে হবে তার নির্দিষ্ট কোন নিয়ম নেই। তবে সাধারণত সুপার শপের রুমের উচ্চতা মিনিমাম ৮ ফিট থেকে শুরু করে যত বেশি হবে ততই ভাল।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক ব্যবহার করলে সুপারশপে অনেক সুবিধা পাওয়া যায়। যেমনঃ শপের প্রোডাক্ট সুন্দর করে ঘুছিয়ে রাখা যায়, ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট রাখা যায় এবং অল্প জায়গায় অনেক বেশি প্রোডাক্ট রাখা যায় এবং এই গন্ডোলা ব্যবহার করার ফলে আপনার সুপারশপটি অনেক সুন্দর এবং আধুনিক দেখা যায়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ গন্ডোলা র্যাকে সকল প্রকার গ্রোসারি প্রোডাক্ট, সকল প্যাকেটজাত প্রোডাক্ট এবং বোতলজাত সকল প্রোডাক্ট রাখা যায়। মাছ বা মাংস এবং কোন পচনশীল প্রোডাক্ট সুপারশপ গন্ডোলা র্যাকে রাখা যাবে না।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাকের কালার সাধারণত সাদা এবং কালো এই দুই কালারের হয়ে থাকে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ যে কোন প্রোডাক্ট কত বছর ব্যবহার করা যাবে তা অনেকটাই নির্ভর করে এর সঠিক ব্যবহারের উপর। আমাদের অভিজ্ঞতা এবং প্রোডাক্টের গুণগত মানের বিবেচনায় বলতে গেলে, আশাকরা যায় এই চিকেন সুপারশপ গন্ডোলা র্যাক মিনিমাম ২০ বছর থেকে ৩০ বছর ব্যবহার করতে পাড়বেন কোন রকম সমস্যা ছাড়াই ইনশা-আল্লাহ।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক এর সাথে থাকা স্টপার দেওয়া হয় যেন র্যাকে থাকা কোন প্রোডাক্ট নিচে পড়ে না যায়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আপনার শপে কতগুলি সুপারশপ গন্ডোলা র্যাক লাগবে তা নির্ভর করবে, শপের ডিজাইন এবং কি কি ক্যাটাগরির প্রোডাক্ট রাখবেন তার উপর।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাকের শেলফ বা তাক চাইলে বাড়ানো যায়। সেক্ষেত্রে আলাদা করে শেলফ বা তাক কিনতে হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ চীন, মালেয়শীয়া এবং তুর্কিসহ বিশ্বের বিভিন্ন দেশ সুপারশপ গন্ডোলা র্যাক তৈরি করে থাকে। আমাদের দেশেও দেশীয় প্রযুক্তিতে সুপারশপ গন্ডোলা র্যাক তৈরি করা হয়।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমরা যেহেতু সুপারশপ গন্ডোলা র্যাকদেশের বাইরে থেকে ইমপোর্ট করে নিয়ে আসি তাই বিশ্ববাজারের দাম, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি খরচের উপর ভিত্তি করে আমাদের একেক সময় একেক রকম দাম পড়ে। তাই বর্তমান দাম জানতে এই মোবাইল নাম্বারে দয়া করে আমাদেরকে কল করুনঃ ০১৭১১ ৯৯৮৬২৬
আমাদের প্রতিনিধিগণ আপনাকে লেটেস্ট প্রাইস দিয়ে দিবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আপনার লোকেশন যদি ঢাকা হয়ে থাকে তবে আপনি সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন। অফিসে এসে সুপারশপ গন্ডোলা র্যাক সামনাসামনি দেখে, প্রোডাক্ট চেক করে সব কিছু ঠিক থাকলে ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি ঢাকার বাহিরে অবস্থান করেন এবং আমাদের অফিসে আসা যদি আপনার সম্ভব না হয় তাহলে, আপনি চাইলে কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টের মাধ্যমেও আমাদের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানার সাথে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে। এ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পর আমরা সুপারশপ গন্ডোলা র্যাক কুরিয়ারেবুকিং করে দিব, তার পরবর্তী ১-২ দিনের মধ্যে আপনি কুরিয়ারে মাল পেয়ে যাবেন।কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিলে কুরিয়ারের সকল চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ আমাদের অফিসে এসে প্রোডাক্ট কিনে নিয়ে গেলে প্রোডাক্টের সম্পূর্ণ টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে। আর যদি কুরিয়ারের কন্ডিশনাল পেমেন্টে প্রোডাক্ট ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ১০০০ টাকা বিকাশে বা ব্যাংকে এ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা মাল ডেলিভারি নেওয়ার সময় কুরিয়ার পেমেন্ট করতে হবে।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ এটা নির্ভর করে প্রোডাক্টের সাইজের উপর, মানে কার্টোন যত বড় হবে তার উপর নির্ভর করবে কুরিয়ারের চার্জ কত হবে। সাধারনত প্রোডাক্টের সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত কুরিয়ার খরচ হতে পারে। আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এস এ পরিবহনে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি।
-----------------------------------------------------------------------------------
উত্তরঃ সুপারশপ গন্ডোলা র্যাক নবারুন ইন্টারন্যাশনাল বিক্রি করে থাকে।
H#199 (1st Floor), R#01, New DOHS Mohakhali, Dhaka-1206, Bangladesh
Categories
সুপারশপের র্যাক
কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট
রেস্টুরেন্ট ইকুইপমেন্ট
কার পার্কিং ম্যানেজমেন্ট
ডিজিটাল গেট সিস্টেম
মেটাল ডিটেকটর সিস্টেম
রোড সেফটি প্রোডাক্টস
সুপারশপ ফ্রিজ
সুপারশপ ইকুইপমেন্ট
স্পেশাল প্রোডাক্টস
স্লটারহাউজ ইকুইপমেন্ট
কোল্ড স্টোরেজ সমাধান
Product Tags